মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব এয়ার আহম্মদ সেলিম। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য সফিকুল ইসলাম দুলাল, কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়েদুল কবির মোহন, হুমায়ুন কবির মুন্সী, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম সেলিম, কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টির সদস্য কাজী নজমুল, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ আলী, কুমিল্লা দঃ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, কুমিল্লা দঃ জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ মিজানুর রহমান। সম্মেলন শেষে দেলোয়ার হোসেন পাটোয়ারীকে সভাপতি, এরশাদ আলীকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় পার্টির উপজেলা কমিটি, নজির আহমেদকে সভাপতি ও সোহাগ মোর্শেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পৌরসভা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সময় জার্নাল/এলআর