নিজস্ব প্রতিনিধি:
আজ দুপুরে বগুড়া পুলিশ লাইনে 'ক্যান্সার সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, বগুড়া কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সভাপতিত্ব করেন।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ঢাকা'র ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: হাবিবুল্লাহ তালুকদার অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন। তিনি ক্যান্সার নিয়ন্ত্রণে প্রাথমিক প্রতিরোধ, সূচনায় নির্ণয়, চিকিৎসা ও প্রশমন সেবা- এই চারটি উপাদানকে সমান গুরুত্ব দিয়ে জাতীয় কর্মসূচী প্রণয়ণের উপর জোর দেন। তিনি বলেন, ক্যান্সার থেকে সুরক্ষার জন্য তামাক, মদ, বাল্যবিবাহ, আর্সেনিকযুক্ত পানি, অতিরিক্ত প্রাণীজ আমিষ, একাধিক সঙ্গীর সাথে শারীরিক মেলামেশা বর্জন এবং খাবারে শাকজব্জি ও ফলমূল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, পরিচ্ছন্নতা, হেপাটাইটিস বি ও এইচপিভি টীকা গ্রহণ,কায়িক পরিশ্রম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলাসহ স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। পাশাপাশি ক্যান্সারের সাতটি বিপদসংকেত ও ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয়ের হার বাড়াতে হবে। ক্যান্সারের চিকিৎসাকে মানুষের ভৌগলিক ও অর্থনৈতিক আওতার মধ্যে আনতে সরকারের পাশাপাশি দেশের ধনবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান। অনিরাময়যোগ্য ক্যান্সার রোগীদের কষ্ট লাঘবে প্রশমন সেবা বা পেলিয়েটিভ কেয়ার চালু করতে হবে।
তিনি সমাজের সকল শ্রেণী-পেশার সচেতন নাগরিকদের নিজ নিজ এলাকা ও কর্মস্থলে ক্যান্সার সচেতনা কার্যক্রম গ্রহণের আহবান জানান।
পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ঢাকায় কর্মরত থাকাকালে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদারের সহযোগিতায় ডিএমপি'র নারী সদস্যদের জন্য রাজারবাগ পুলিশ লাইনে স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচী আয়োজনের কথা উল্লেখ করে একজন পথপ্রদর্শক হিসেবে অধ্যাপক তালুকদারের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে দেড়শতাধিক নারী ও পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
এর আগে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার টিএমএসএস সমন্বিত ক্যান্সার সেন্টার কর্তৃপক্ষের সাথে এক আলোচনা ও চিকিৎসকদের একটি প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে যোগ দেন।
এমআই