এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাছে কেমিক্যালয় রং মিশ্রনের অপরাধে মাছ বিক্রেতা মো. মজলু মাতুব্বর (৭০) নামের এক মাছ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে মোরেলগঞ্জ শহরে মাছের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল মালেক। অভিযানকালে ওই মাছ বিক্রেতার নিকট থেকে মাছে লাল রং কেমিক্যাল মিশিয়ে তা বিক্রি করে উপকরনসহ হাতেনাতে ধরে ফেলে।
এ সময় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। মাছ বিক্রেতা মজনু মাতুব্বর পৌরসভার ২নং ওয়ার্ডের নহোর মাতুব্বরের ছেলে।
সময় জার্নাল/এলআর