মকবুল, গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ভোলা জেলা ছাত্রনেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দল আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জালানী তৈলের মূল্য বৃদ্ধি , লোড সেডিং,সহ সকল পণ্যের ঊর্ধ্বগতি দাম প্রতিবাদে আলোচনা সভা শেষে জটিকা মিছিল করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীবৃন্দ ।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি তেতুলতলা এলাকায় এই কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি নেতাকর্মী । তেলের মূল্য কমায়দে নইলে গদি ছাইড়াদে ,স্লোগানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিক্ষোভ ঝটিকা মিছিলটি বালুয়াকান্দি মহাসড়ক হাঁস পয়েন্ট সংলগ্ন যাত্রা শুরু করে তেতুইতোলা পুরাতন ফেরিঘাট গিয়ে শেষ হয় । আলোচনা সভা ও ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন
বোরহান উদ্দিন ভূঁইয়া, সৈয়দ সিদ্দিকুল্লা ফরিদ, রফিকুল ইসলাম মাসুম, সিরাজুল ইসলাম পিন্টু, আব্দুর রহমান শফিক, মাহবুব আলম খান, মুকবুল আহমেদ রতন, শফিউল্লাহ মেম্বার ,জাকারিয়া মাস্টার, ইস্পাহানি মেম্বার , আজমল হোসেন, স্বপন সরকার , আতাউর রহমান আরজু , মোঃ হারুন , মোঃ জাহিদ হোসেন , নাজির শিকদার , মাহাদি ইসলাম বাবু ,হেলাল ভূঁইয়া, মনিরুজ্জামান মনির , আমিরুল ইসলাম বাদল ,মোহাম্মদ তোফাজ্জল হোসেন সরকার, অহিদুজ্জামান হারুন প্রমুখ।
সময় জার্নাল/এলআর