সময় জার্নাল প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি এবং তারাবীর নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
আজ সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-
মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
রমজানে মসজিদে তারাবীর নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, খাদেমসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।
জুম্মার নামাজে সামাজিক দূরত্ব অ স্বাস্থ্য বিধি মেনে মুসল্লি অংশ নিতে পারবেন।
খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন করবে বলে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
সময় জার্নাল/এমআই