সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, রাষ্ট্রের মালিকানা জনগনের হাতে তুলে দিতে আন্দোলন করছে বিএনপি। অবৈধ সরকার তাতে বাধা দিচ্ছে। একের পর এক মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করছে। ইনু-মেনন ছাড়া এ সরকারে পাশে কেউ নেই। এদের মেরুদন্ড নেই, এরা কাপুরুষের দল, এদের কথা বলার কোন অধিকার নেই। খেলা হবে রাজপথে আসুন রাজপথে খেলি, পুলিশকে সামনে দিয়ে আপনারা অস্ত্র নিয়ে খেলবেন, খুন করবেন, ধর্ষন, অত্যাচার- নির্যাতন করবেন এসবই আপানাদের খেলা। আর আমাদের খেলা রাজনৈতিক খেলা।
শারিরীক শক্তি আর মানসিক বল যেটা আমাদের শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই খেলা খেলতে চাই। দেশে স্বাধীনতা নেই,গণতন্ত্র নেই, গত নির্বাচনে কুকুর বিড়াল ভোটকেন্দ্র পাহাড়া দিয়েছে আর প্রশাসন ভোট দিয়েছে। আর অবৈধ সরকার বলে বেড়াচ্ছে তারা নাকি জনগনের সরকার। কুইকরেন্টাল পাওয়ার প্লান্টের নামে সরকার বিদেশে ৫৪ হাজার কোটি টাকা পাচার করেছে, আর আমাদের বিদুৎ নেই, লোডশেডিং হচ্ছে, জ¦ালানী তেলের দাম বাড়ছে। বাংলাদেশের মানুষ কষ্টে আছে। প্লান্টের নামে ৫৪ হাজার কোটি টাকার শেয়ার কারা পেল। এ অবৈধ ভোট ডাকাত, ভোটচোর, সন্ত্রাসী আর ধর্ষনের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ৬১৯ জন ছাত্রদলের নেতাদের গুম করেছে, তাদেরকে পাওয়া যায় না।
এ সরকারের সকল অপকর্মের জবাব দিতে, রাষ্টের ক্ষমতা জনগনের হাতে তুলে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পানসি হোটেলের সেমিনার হলে আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানে অধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা আব্বাস এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের পরিচালনায় আর্থিক অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সহ সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খাঁন, মহিলা দলের কেন্দ্রিয় কমিটি’র যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরীন খাঁন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
সময় জার্নাল/এলআর