মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
ভারতে পাচারের প্রাক্কালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের এক কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে ১২ টি বার বড়, ২টি মাঝারী ও ৫টি ছোট আকারের বার রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছয়ঘোরিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি এর নেতৃত্বে একটি টহলদল বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।
এসময় সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৫৪ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলাধীন ছয়ঘরিয়া মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৯টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা স্বর্ণেও বার গুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি চুয়াাল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশত টাকা।
তিনি আরো বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
সময় জার্নাল/এলআর