মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিদিঃ দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শ্রমজীবী শিশুদের পরিবারের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট-২০২২) দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী, শেখপুরা ও আউলিয়াপুর ইউনিয়নে এসব মুরগি বিতরণ করা হয়।
শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এসব মুরগি বিতরণ করা হয়।
প্রতিটি শ্রমজীবি পরিবারের প্রত্যেক পরিবারকে ২০টি করে মুরগি ও ৫০ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়। চেহেলগাজী ইউনিয়নে ৪৫টি পরিবার, শেখপুরা ইউনিয়নে ২৫টি পরিবার ও আউলিয়াপুর ইউনিয়নে ২০টি পরিবারসহ মোট ৯০টি পরিবারকে সর্বমোট ১৮০০ মুরগি ও ৪৫০০ কেজি মুরগির খাবার বিতরণ করা হয়।
চেহেলগাজী ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, শেখপুরা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের লাইভলি হুড ও টেকনিক্যাল স্পেশালিষ্ট কাজল দে, শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাসসহ ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট ইউনিয়নের শিশুশ্রম নিরসন কমিটির সদস্য ও সহায়তাকারিগণ উপস্থিত ছিলেন।
এমআই