স্পোর্টস ডেস্ক:
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা তাহলে সঠিকই ছিল আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর! অন্তত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শুরুর তিন ওভারে আফগানিস্তান বোলারদের পারফর্ম্যান্স বলছে তাই। শুরুতেই তোপের মুখে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। তাতে ৫ রান তুলতেই ৩ উইকেট হাওয়া হয়ে গেছে স্বাগতিকদের।
শুরুটা করেছিলেন ফজলহক ফারুকি। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে তার করা বলটা মিডল-অফ স্টাম্পে গুড লেন্থে পড়ে একটু সুইং নিয়ে চলে যায় লেগ স্টাম্পে। স্কয়ার লেগ অঞ্চলে ফ্লিক করে পাঠাতে চেয়েছিলেন কুশল মেন্ডিস, ব্যাটে বলে হয়নি, বল গিয়ে সোজা আঘাত হানে প্যাডে। শুরুতে আম্পায়ার সায় না দিলেও রিভিউ নিয়ে সফল হয় আফগানরা, পায় প্রথম উইকেটের দেখা।
এরপরের বলে আরও এক সফলতা। এবার বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা বনলেন ফারুকির শিকার। লেন্থ বলটা অফ স্টাম্পের একটু বাইরে পড়ে আসালঙ্কাকে চমকে দিয়ে ঢোকে ভেতরে। এলবিডব্লিউর আবেদনে এবার সফলতা পায় আফগানরা।
এমআই