ডিআইইউ প্রতিনিধি, কালাম মোহাম্মদ:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফার্মেসি ৩০ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি )।
তিনি তার বক্তব্যে ফার্মাসিস্টদের বর্তমান অবস্থান তুলে ধরেন এবং নবীনদের দক্ষ ফার্মাসিস্ট হবার জন্য দিকনির্দেশনার পাশাপাশি ভালো মানুষ হবার পরামর্শ দেন। এছাড়া বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষা শেখার বিষয়ে জোড় দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য শাহেদ কামাল পাটোয়ারী , ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগমসহ ফার্মেসি বিভাগের শিক্ষকমন্ডলী ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
সময় জার্নাল/এলআর