আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তরুণ লেখকদের নিয়ে ‘লেখালেখির হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার সদস্যদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। দুই ঘন্টা ব্যাপী এ কর্মশালায় ৭০ জন সদস্য অংশ নেন।
এতে শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালহা আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, প্রশিক্ষক ছিলেন ইবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ইবি শাখার সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন।
প্রশিক্ষক আখতার হোসেন আজাদ বলেন, একজন লেখককে অবশ্যই সমাজের অন্য দশজন মানুষের থেকে আলাদাভাবে ভাবতে হবে। নিয়মিতভাবে অনেক বেশি পড়াশোনা করতে হবে। এক কেন্দ্রীক পড়াশোনা না করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্ম, দর্শন, বিজ্ঞানসহ সকল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে৷ একইসাথে দুশ্চিন্তামুক্ত হয়ে লেখালেখির প্রতি ইচ্ছেশক্তির সাথে সঠিক পরিশ্রমের মাধ্যমেই দক্ষ লেখক হয়ে ওঠা সম্ভব। এছাড়াও তিনি কপিরাইট সহ লেখালেখির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন বলেন, পৃথিবীতে কেউ কাউকে স্থান দেয় না, স্থান করে নিতে হয় নিজের কর্ম দ্বারা। তেমনি পাঁচ মিনিটের একটি বক্তব্য দিতে যেমন পঁয়তাল্লিশ মিনিট পড়তে হয়। তেমনি কিছু লিখতে যাওয়ার আগে নিজের লেখাপড়ার মধ্য দিয়ে সে বিষয়ে দক্ষ হয়ে তারপরেই লেখা উচিত।
সময় জার্নাল/এলআর