গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নের উন্নয়নের রোল মডেল এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান। আসন্ন রমজান উপলক্ষে মহামারী করোনাকালীন সময় দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন।
সোমবার রাতে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যমে ৭ নং ওয়ার্ড ফরাজী কান্দি, মধ্যমকান্দি এলাকায় ঘরে ঘরে মানুষের ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান জানান মহামারী করোনা কালীন সময়ে কর্মহীন পরিবার, দুস্থ, অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও রমজানের শুরুতে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী ও করোনা প্রতিরোধ সামগ্রী জনবহুল স্থানে বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
প্রতি ইফতার সামগ্রী প্যাকেটে রয়েছে মুড়ি, ছোলা, খেজুর, চিনি।
বাউশিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তালিকাভুক্ত অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও করোনা প্রতিরোধের বিভিন্ন পণ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ চলমান থাকবে।
মধ্যম কান্দি এলাকার শরীফ প্রধান জানান বাউশিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জনবান্ধব ও সুযোগ্য চেয়ারম্যান, নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তালিকা ভুক্ত ইউনিয়নবাসী দুঃস্থ, অসহায়দের বাড়িতে-বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কার্যক্রম শুরু করেছে।
সোমবার বিকেলে পাখির মোর জনবহুল বাসস্ট্যান্ডে নিজস্ব অর্থায়নে করোনা প্রতিরোধ মাক্স বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান এবং রাতে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে তালিকাভুক্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন।
সময় জার্নাল/এমআই