আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাপ গুগল প্লে স্টোরে নিষিদ্ধ করা হয়েছে। নীতি লঙ্ঘনের অভিযোগে অ্যাপটি নিষিদ্ধ করে সংস্থাটি।
এনডিটিভির প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গুগল কর্তৃপক্ষ জানায়, গুগল অ্যাপের নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলার আগ পর্যন্ত অ্যাপটি নিষিদ্ধ থাকবে।
গুগল প্লের মুখপাত্র জানান, গত ১৯ আগস্ট ট্রুথ সোশ্যাল অ্যাপটি গুগল প্লের নীতিমালা লঙ্ঘন করায় সতর্ক করা হয়। ব্যবহারকারীদের উত্পাদিত কন্টেন্ট নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যকর সিস্টেম থাকা প্রয়োজন যা অ্যাপটির ক্ষেত্রে মানা হয়নি বলেও জানানো হয়।
প্রযুক্তি সংস্থার মতে, শারীরিক হুমকি এবং সহিংসতাকে উস্কে দেয় এমন বিষয়ে অ্যাপটি নিয়ম লঙ্ঘন করেছে।
এ বিষয়গুলো নিয়ে অবগত করা হলেও তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ট্রাম্প।
তবে গুগল প্লে স্টোরে না থাকলেও অ্যাপটির নিজস্ব ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন সাইটে পাওয়া যাবে এটি।
টুইটার থেকে নিষিদ্ধ হওয়ার পর নিজের একটি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাপ তৈরির ঘোষণা দেন ট্রাম্প। এটি বাজারে আসার আগে থেকেই নানা জটিলতার মধ্যে ছিল, যা এখনও বাধা কাটিয়ে পুরোপুরি সফল হতে পারেনি।
এমআই