সিলভিয়া আক্তার, জাবি : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী শিক্ষার্থী মেহেদী হাসান।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন তিনি।
নিহতের ছোট ভাইয়ের বরাত দিয়ে তার সহপাঠী সাকিব জানান, 'বেশ কিছুদিন যাবৎ মেহেদীর হার্টে সমস্যা দেখা দেয়। চিকিৎসক তাকে হার্টে রিং পরানোর পরামর্শ দেন। কিন্তু করোনা মহামারীর কারণে সুযোগ হয়ে উঠেনি। সুস্থ ছিলেন বলে কিছুদিন পর চিকিৎসা করানোর কথা ভাবছিলেন তিনি। এমনকি গতকাল রাতেও সুস্থ ছিলেন। সকালের দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।'
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শিক্ষার্থীর মৃত্যুতে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা শোক প্রকাশ করে বলেন, 'মেহেদীর মৃত্যুর বিষয়টি শুনেছি। যেকোন মৃত্যুই বেদনাদায়ক। আমরা সরকার ও রাজনীতি পরিবার গভীরভাবে শোকাহত।'
এসময় তিনি নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মেহেদী হাসানের নিজ জেলা যশোর। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র ছিলেন।
সময় জার্নাল/এমআই