স্পোর্টস ডেস্কঃ:
হংকং যেন ভারত-পাকিস্তানের সুপার ফোরে পৌঁছার সিঁড়ি। এশিয়া কাপের ‘এ’ গ্রুপে দুই পরাশক্তির বিপক্ষে তুলনামূলক খর্ব শক্তির এই দলের সাফল্য দুঃসাধ্যই বলা চলে। নিজেদের প্রথম ম্যাচে হংকং অনুমিতভাবেই হেরেছে ভারতের কাছে। পরাজিত হলেও ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন হংকংয়ের কিঞ্চিৎ শাহ। ম্যাচশেষে গ্যালারিতে উপস্থিত প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এই টপ অর্ডার ব্যাটার।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সোজা গ্যালারিতে চলে যান কিঞ্চিৎ শাহ। সেখানে তিনি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। হাঁটু গেড়ে বসে আংটি এগিয়ে দিয়ে বলেছেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ কিঞ্চিৎ-এর সারপ্রাইজে বিস্মিত হয়ে যান প্রেমিকা। বেশ কিছুক্ষণ বিস্ময়ের চোখে তাকিয়ে থেকে কিঞ্চিৎ-এর প্রস্তাব গ্রহণ করেন তিনি, ‘হ্যাঁ, নিশ্চয়ই।’ এরপর প্রেমিকাকে আংটি পরিয়ে আলিঙ্গন করেন কিঞ্চিৎ। পুরো ঘটনা ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্যামেরা। নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে এসিসি লিখেছে, ‘আমরা এই হৃদয়গ্রাহী মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছি, যেখানে কিঞ্চিৎ শাহ ভারতের বিপক্ষে বড় ম্যাচের পর নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
এই যুগলকে অনেক অভিনন্দন। আপনাদের নতুন জীবন সুখ ও আনন্দে ভরে উঠুক।’ তাৎক্ষণিকভাবে কিঞ্চিৎকে অভিনন্দন জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত দর্শকরাও।
বুধবার এশিয়া কাপের ৪র্থ ম্যাচে দুর্বল হংকংয়ের বিপক্ষে স্কোরবোর্ডে ঝড় তুলেছিল ভারতীয় ব্যাটাররা। ২ উইকেটে ১৯২ রান তোলে রোহিত শর্মার দল। এশিয়া কাপের প্রথম চার ম্যাচের মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। জবাবে ৫ উইকেটে ১৫২ রান করতে সমর্থ্য হয় হংকং। নিজেদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহ করেন কিঞ্চিৎ শাহ। ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তিনি।
এমআই