মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধ:
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৯ সনের নির্বাচন ৩ সেপ্টেম্বর শনিবার। এ নির্বাচনে ৩টি প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্যানেল ৩টির মধ্যে রয়েছে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত আমিন-তহিদুল প্যানেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ও ঐক্যজোট সমর্থিত হালিম-সাখাওয়াত প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সাইফুল-সারওয়ার বাবু প্যানেল। আগামী ৩ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্মলিতি আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত আমিন-তহিদুল প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ একরামুল আমিন, সহ-সভাপতি পদে মোঃ মজিবুর রহমান-৫, মোঃ নুরুল ইসলাম-৪, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ তহিদুল হক সরকার, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম-২, ইন্দ্রোজৎি কুমার রায়, কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায়, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোহিনুর পারভীন (চিস্তি), পাঠাগার সম্পাদক পদে মোঃ আব্দুল মাসুদ, সদস্য পদে মোঃ আবুল কালাম আজাদ-৫, মোঃ মাসুদ রানা-২, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোঃ মইনুল হোসেন (মামুন) ও অনন্ত কুমার রায়।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ও ঐক্যজোট সমর্থিত হালিম-সাখাওয়াত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ আব্দুল হালমি, সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম-৩, সাধারণ সম্পাদক পদে মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াহিদুজ্জামান চৌধুরী ডায়মন্ড, মোঃ সেরাজুল সালেকীন, কোষাধ্যক্ষ পদে মোঃ মিজানুর রহমান-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম শাহ মিঠু ও সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে তৌহিদা ইয়াসমিন তানিন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ও ঐক্যজোট সমর্থিত হালিম-সাখাওয়াত প্যানেল মাত্র ৮টি পদে প্রার্থী দিয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সাইফুল-সারওয়ার বাবু প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে হাজী মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ আবু বকর সদ্দিকি-২, আজফার হোসেন চৌধুরী (বঙ্গবাবু),) সাধারণ সম্পাদক পদে সারওয়ার আহমদে বাবু, সহ-সাধারণ সম্পাদক পদে মোছাঃ রাবেয়া ফেরদৌস (রুশী), অপূর্ব রায়, কোষাধ্যক্ষ পদে মোঃ ওবায়দুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃৃিতক সম্পাদক পদে মাসুদা বেগম, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন-২, পাঠাগার সম্পাদক পদে মোঃ মাসুদ রানা-১, সদস্য পদে রনবীর চন্দ্র রায়, মোঃ আরিফ ইকবাল হাশমী, মোছাঃ রুনা লায়লা, মোঃ ফয়সাল ইবনে হাবিব ও মোছাঃ মিনারা ইসলাম।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী সরোজ গোপাল রায়। নির্বাচন কমিশনার হিসিবে দায়িত্ব পালন করছেন মোঃ খাদেমুল ইসলাম ও মোঃ রইস উদ্দিন।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে ৩ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির নির্বিাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৩৯ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমআই