শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২৩

শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২
আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৮,  আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী প্রখ্যাত আলেম ও ধর্মীয় চিন্তাবিদ মুজিবুর রহমান আনসারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় গুজারগাহ মসজিদে এ ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণ জুড়ে রক্তাক্ত লাশগুলো পড়ে রয়েছে।

হেরাত প্রদেশের গভর্ননের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন এবং আরো ২৩ জন আহত হয়েছেন।

হেরাত পুলিশের মুখপাত্র মাসুদ রাসুলি জানিয়েছেন, মুজিবুর রহমান আনসারি ও তার কয়েকজন দেহরক্ষী এবং আরো কয়েকজন সাধারণ নাগরিক মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। একজন আত্মঘাতী বোমারু আনসারির হাতে চুমো খাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটায়।

তবে এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বোমা বিস্ফোরণের পেছনের কুশিলবদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল