আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী প্রখ্যাত আলেম ও ধর্মীয় চিন্তাবিদ মুজিবুর রহমান আনসারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের সময় গুজারগাহ মসজিদে এ ঘটনা ঘটে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণ জুড়ে রক্তাক্ত লাশগুলো পড়ে রয়েছে।
হেরাত প্রদেশের গভর্ননের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন এবং আরো ২৩ জন আহত হয়েছেন।
হেরাত পুলিশের মুখপাত্র মাসুদ রাসুলি জানিয়েছেন, মুজিবুর রহমান আনসারি ও তার কয়েকজন দেহরক্ষী এবং আরো কয়েকজন সাধারণ নাগরিক মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। একজন আত্মঘাতী বোমারু আনসারির হাতে চুমো খাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটায়।
তবে এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বোমা বিস্ফোরণের পেছনের কুশিলবদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
সময় জার্নাল/এলআর