মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপের রাজধানী মালে দরবারুগে বৈধ-অবৈধ বাংলাদেশী শ্রমিকদের সহ বিভিন্ন দেশের প্রবাসীদের এই ফ্রি চিকিৎসা সেবা প্রধান করেন শুক্রবার 2 সেপ্টেম্বর ২০২২, এবং বিনামূ্ল্যে স্বাস্থ্য সেবায় প্রবাসী বাংলাদেশীদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এবারের স্বাস্থ্য সেবার বেশির ভাগই বাংলাদেশী অনিয়মিত প্রবাসী কর্মীরা অংশগ্রহণ করেছেন।
এছাড়া ও আগামী শুক্রবারে 9 সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলোমালে আইল্যান্ডে এই ফ্রি স্বাস্থসেবা প্রদান করা হবে।
সাপ্তাহিক ছুটির দিন থাকায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ, ভারত , শ্রীলাংকার প্রবাসী কর্মীদের জন্য মালদ্বীপ ব্যুরো অফ পরিসংখ্যান এর আয়োজনে রাজধানী মালের দরবারুগে হলরুমে এই আয়োজন করা হয়।
উক্ত স্বাস্থ্য সেবায় স্ব-স্ব দেশের ভাষাকে ইংরেজীতে উপস্থাপন করার জন্য মালদ্বীপে MRC- Maldives red crescent এর স্বেচ্ছাসেবকদের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মো: জসিম উদ্দিন স্বেচ্ছায় সেবা প্রদানে অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর