মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আমিন ও তৌহিদুল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আমিন ও তৌহিদুল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মাহবুবুল হক খান,  দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির বাংলা ১৪২৯ সনের নির্বাচনে একরামুল আমিন সভাপতি ও তহিদুল হক সরকার পুনরায় নির্বাচিত হয়েছেন। ওই প্যানেল ১৫ পদের মধ্যে ১৪টি পদে বিজয়ী হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর-২০২২) রাত  সোয়া ১২টায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান  এ্যাডভোকেট সরােজ গোপাল রায় এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মোঃ একরামুল আমিন ৩৩৭ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে মোঃ তহিদুল হক সরকার ৩৯২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মজিবর রহমান-৫ প্রাপ্তভোট ২৮৪ ও মোঃ নুরুল ইসলাম-৪ প্রাপ্তভোট ২৫১,
সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম-২ প্রাপ্তভোট ২৫৭, ইন্দ্রোজিৎ কুমার রায় অনিক প্রাপ্তভোট ২৬৫, কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায় প্রাপ্তভোট ২৭৮, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোহিনুর পারভীন (চিস্তি) প্রাপ্তভোট ৩৩৯, 
সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান প্রাপ্তভোট ৩২৯, পাঠাগার সম্পাদক পদে মোঃ আব্দুল মাসুদ উজ্জল প্রাপ্তভোট ৩১৩ পেয়ে নির্বাচিত হয়েছেন। 
৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন-
মোঃ আবুল কালাম আজাদ-৫ প্রাপ্ত ভোট ৩২৩, মোঃ মাসুদ রানা-২, প্রাপ্তভোট ৩৬৩, মোছাঃ সাবিনা ইয়াসমিন-২ প্রাপ্তভোট ৩২০, মোঃ মইনুর হোসেন প্রাপ্তভোট ৩১৫ ও মোঃ আরিফ ইকবাল হাশমী প্রাপ্তভোট ২৫৭টি।

এর আগে শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহন করা হয়। এতে ৫৩৯ জন্য ভোটারের মধ্যে ৫১৪ জন ভোটার ভোট প্রদান করেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল