এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কৈজুরী বিশ্ব জাকের মঞ্জিলে ইসলামী মহা সম্মেলন রাতভর নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল এবং প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বওলীর অবদান এবং হেদায়েতের জীবন আলোকপাত শেষে রোববার ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
এর আগে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী’র পবিত্র ওফাত দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী ইসলামী সন্মেলন শনিবার দুপুর থেকে শুরু হয়। জাকের পার্টির চেয়ারম্যান, পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী দফায় দফায় ভক্তদের সাথে সাক্ষাত দেন।
বিশ্ব জাকের মঞ্জিলে ইসলামী মহা সম্মেলনের সার্বিক পরিচালনা করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া ।
এ ইসলামী সম্মেলনে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক শান্তিকামী মানুষ যোগ দেন। আখেরী মোনাজাতে ইসলামী সন্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ৬ সফর রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর ওফাত লাভ করেন বিশ্বওলী। #
সময় জার্নাল/এলআর