বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মোড়েলগঞ্জে ১৬ শ কৃষক পেল আউশ প্রণোদনা

মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১
মোড়েলগঞ্জে ১৬ শ কৃষক পেল আউশ প্রণোদনা

এম.পলাশ শরীফ, বাগেরহাট :  বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৬’শ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এসব ধানবীজ ও সার বিতরণ করেন। 

উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ বলেন, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৬০০ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি মোট ৮ হাজার কেজি আউশ ধানের বীজ, ৩২ হাজার কেজি ডিএপি ও ১৬ হাজার কেজি এমওপি সার আউশ প্রণোদনা হিসেবে ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে এ আউশ প্রনোদনা বিতরণ করা হয়েছে। 

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল