শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
ভ্যান থেকে পড়ে গিয়ে সিফাত হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজের পিছনে বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
সিফাত হোসেন ওই এলাকার আল আমিনের পুত্র ও রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সিফাতসহ কয়েকজন তাদের নিজস্ব একটি ভ্যান নিয়ে বাড়ির পাশে রাস্তায় চলাছিলো। এ সময় ভ্যান থেকে পড়ে গেছে গুরুত্ব আহত হয় সিফাত হোসেন। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এলআর