এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মানবিক বাংলাদেশ সোসাইটি নামের একটি সংগঠন। সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ফরিদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বির্তকিত মন্তব্য করায় সম্প্রতি ফরিদপুরের আদালতে একটি মামলা দায়ের করে মানবিক বাংলাদেশ সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। সেই মামলার গত বুধবার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে ফরিদপুরের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
উল্লেখ্য, এ মামলার আজ হাজির হবার কথা ছিল সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সাবেক মেয়র ফরিদপুরের আদালতে হাজির হননি।
এমআই