মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সালথার ইউএনও তাসলিমা আকতারকে প্রত্যাহার

সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২
সালথার ইউএনও তাসলিমা আকতারকে প্রত্যাহার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আকতারকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম মাহফুজুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ওই কর্মকর্তাকে বর্তমান পদ হতে প্রত্যাহারপূর্বক নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিআইডাব্লিউটিএ, ঢাকায় ন্যস্ত করা হল। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

জানা যায়,ইউএনও তাছলিমা আকতার ২০২১ সালের ১৩ অক্টোবর সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেন। ইউএনও থাকাকালে তিনি বেশ কিছু বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তার স্বামী মো. শাহেদ চৌধুরীকে দিয়ে মাননীয় প্রধানন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে করায় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। এবিষয় নিয়ে পূর্বে বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের সংবাদ প্রকাশ হয়। এ ছাড়া নিজের বাসার কাজের নারী ও অফিস সহকারীদের সাথে দুর্ব্যবহার  ও চা ছুড়ে মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘প্রত্যাহার’ সংক্রান্ত এ আদেশটি ‘বদলী’ হিসেবে দেখছেন ইউএনও তাসলিমা আকতার। জানতে চাইলে (তিনি) ইউএনও জানান, বদলি সরকারি চাকুরি বিধির একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বলেন, তবে সালথার ইউএনও হিসেবে নতুন কাউকে এখনও পদায়ন দেওয়া হয়নি। নতুন ইউএনও এলে তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি সালথা ত্যাগ করবেন।  বদলীর আদেশে কবে তাকে যেতে হবে এ সংক্রান্ত কোন সময় বেধে দেওয়া হয়নি।


উল্লেখ্য,  ইউএনওর প্রত্যাহারের খবরে আনন্দিত হয়ে সালথা উপজেলার বিভিন্ন জায়গায় মানুষকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। বিতরণ করা হয়েছে মিষ্টি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল