বাঙালির বৈশাখ
এবছরের বৈশাখেতে মিলবে না আর হাঁট
তাই বলে কি জমবে না পহেলা বৈশাখ।
পান্তা ইলিশ খাই বা না খাই, মনের কোণে সাঁজ
বছর ঘুরে আসবে আবার বাঙালির বৈশাখ।
মাঠের বুকে সোনালী ফসল
মাঝির কন্ঠে গান,
গাছে গাছে থাকবে আম
থাকবে পবিত্র রমজান।
ঢাক বাঁজুক আর নাই বা বাঁজুক
বৌদির মুখে হাসি,
দাদা আসবে মিঠাই নিয়ে
আনন্দ করবে বাঙালি গ্রামবাসী।
বটতলায় আর নাই বা জমুক
বাউল গানের সুর,
প্রাণে মনে বাঁজুক সবার
বৈশাখী আনন্দ আর সুখ।
রমনাতে এবার গাইবে না কেউ
মেলায় যাইরে গান,
টিভিতে শুধু শুনবো এ বছর
এসো হে বৈশাখের গান।
বৈশাখের বিকেল বেলায় নদীর পাড়ে বসে
কত প্রেমিক গল্প শুনাবে প্রেমিকাকে ভালোবেসে।
আলতা দিবে পায়ে মেখে, খোপায় দিবে ফুল
বৈশাখেতে এ বছরেও তারা করবে না কোন ভুল।
সন্ধ্যা হলে মসজিদে শুনবো মুয়াজ্জিনের আযানের ধ্বনি
ইফতারি করবে মুসলিম বাঙালি বৈশাখের প্রথম দিনে।
মন্দিরে ও বাজবে পুঁজোর ঘন্টা
সাঁজবে তাদের ঘর
বাঙালির মনে আসুক এবার আনন্দের বৈশাখ।
লেখক : শিক্ষার্থী ও সহ-সাংগঠনিক সম্পাদক-শুদ্ধস্বর কবিতা মঞ্চ তিতুমীর কলেজ।
সময় জার্নাল/এমআই