মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
পূর্ব ঘটনার জের ধরে আজ মধ্যরাতের সংঘর্ষের পর দুপুর থেকে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এখন পর্যন্ত ২৫ জন আহত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন স্থান থেকে নজরুল হল পর্যন্ত পুরো রাস্তা জুড়ে এই ঘটনা চলতে থাকে।
সরেজমিনে দেখা যায়, দুই হলেরই নেতা-কর্মীরা বাঁশ, গাছের ডাল, রড ও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এমন সময় একজনের মাথায় ও আরেকজন পায়ে গুরুতর আঘাত পান। সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সংঘর্ষ বন্ধ থাকলেও উত্তপ্ত অবস্থা এখনো বিরাজ করছে।
এমআই