রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে শিক্ষার্থীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (৩১ আগস্ট) সকালে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদল রোববার সকাল থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় অবরোধ করলে এই উত্তেজনার সৃষ্টি হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা রাকসু ভবনে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে আসন্ন রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন সাবেক রাকসু সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা ছাত্রদলের নেতা-কর্মীদের কার্যালয়ের তালা খুলে দেওয়ার অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পর আরেক সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলামের নেতৃত্বে কয়েকশ সাধারণ শিক্ষার্থী ও মনোনয়নপ্রত্যাশী সেখানে জড়ো হয়ে ছাত্রদলের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেয়। তারা অবরোধ তুলে নেওয়ার দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে’ স্লোগান দিয়ে কোষাধ্যক্ষের কার্যালয় অবরোধ ও ভাঙচুর করে।
সার্বিক বিষয়ে জানতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
এমআই