দেবা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বকেয়া বেতন ভাতা ও অবসরজনিত প্রাপ্য আর্থিক সুবিধাদি পাওয়ার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন উন্নয়ন বোর্ড রাবার শাখার ভুক্তভোগী কর্মকর্তা/কর্মচারীরা। সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কর্মচারীদের দাবি আদায় কমিটির সদস্য সচিব দেব প্রসাদ ত্রিপুরা বলেন, " কর্তৃপক্ষ পাওনা পরিশোধের মিথ্যা আশ্বাস দিয়ে ২০১৭ সালে ৩৫ জনকে অবসর দিলেও বিগত ৬ বছরে একটি টাকাও পরিশোধ করেননি। অবশিষ্ট ১৩ জন দায়িত্ব পালন করে যাচ্ছেন বছরের পর বছর। কিন্তু তাদেরকেও বিগত ৫ বছরে কোন বেতন ভাতা পরিশোধ করছেন না। তাই অভাবগ্রস্ত হয়ে হতাশায় ইতিমধ্যে ৩ জন মারা গেছেন। বাকিরা মারা যাওয়ার উপক্রম।"
বক্তারা আরো বলেন, কর্তৃপক্ষের মিথ্যাচার, প্রতারণামূলক আচরণ এবং অবহেলার শিকার হয়ে অমানবিক জীবন অতিবাহিত করছেন। ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়েছে। ১১ সেপ্টেম্বর বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরীর সাথে বৈঠকে নতুন প্রকল্পে যোগ্যতা অনুসারে নিয়োগের আশ্বাস ছাড়া তেমন কোন সমাধানের পথ মেলেনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারি ব্যবস্থাপক আমিয় কান্তি রোয়াজা, বীর বিক্রম রোয়াজা, মাঠ তত্ত্বাবধায়ক জসিমউদ্দিন, প্রবীণ বরন চাকমা, ওভারসিয়ার বকুল বিকাশ চাকমা, ব্যবস্থাপনা কমিটির সদস্য যতিন বিকাশ চাকমা প্রমুখ ।
এমআই