গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মহামারী করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সরকার ঘোষিত কর্মসূচি, স্বাস্থ্যবিধি পালনে মাঠে কাজ করছে গজারিয়া থানা পুলিশ।
বুধবার সকাল দশটায় গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে; কঠোর নজরদারিতে ছিল উপজেলাধীন জনবহুল বাজার, একাধিক বাস স্ট্যান্ড এলাকা। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সচেতনতা বৃদ্ধি, যাত্রীবাহী সিএনজি, মিশুক চলাচল বন্ধ করা হয়েছে।
সকাল ৯ টা হতে তিনটা পর্যন্ত দোকানপাট খোলা রেখে স্বাস্থ্যবিধি পালনের সর্তকতা ও দিক নির্দেশনামূলক কার্যক্রম চলমান রেখেছেন, অফিসার ইনচার্জ রইস উদ্দিন।
ওসি রইস উদ্দিন জানান লকডাউনের সময় মুদি দোকান, শপিং মল, যাত্রীবাহী পরিবহন সিএনজি, মিশুক, বন্ধ থাকবে। ঔষধ ফার্মেসী, জরুরী সেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছেন।
রইস উদ্দিন বলেন তদন্ত ওসি তানভীর সহ ফোর্স নিয়ে ভবেরচর কলেজ রোড, বাজার, তেতুল তলা ঘাট বাজার ও পাখির মোড় এলাকায় সতর্কতা ও লকডাউনের বিধিনিষেধ মানাতে কার্যক্রম চলছে। মুদি দোকানদার মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, হার্ডওয়ার দোকানদার হোসেন, ফল বিক্রেতা আব্দুল বাতেন জানান করোনাকালীন সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানা সকলেরই উচিত।
সময় জার্নাল/এমআই