জেলা প্রতিনিধি: চালককে মারধরের প্রতিবাদে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বিকেলে রাস্তায় দাঁড়িয়ে ধর্মঘট করেন বাস শ্রমিকরা। ফলে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে চরম দুর্ভোগে পড়েছেন বাসযাত্রীরা।
ফরিদপুর পৌর বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানান, টেকেরহাট ও বোয়ালমারী থেকে ছেড়ে আসা দুটি অভ্যন্তরীণ বাস মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফরিদপুর দুটি বাস টার্মিনালে প্রবেশের সময় সড়কে থাকা অটোরিকশার কারণে জট বাধে।
এছাড়া বৃষ্টির কারণে উঁচু সড়ক থেকে কর্দমাক্ত নিচু টার্মিনালে প্রবেশেও সমস্যা হচ্ছিল। এ সময় পুলিশের একটি পিকআপ বাস টার্মিনাল অতিক্রমের সময় যানজটে আটকা পড়ে।
শ্রমিকদের অভিযোগ, এ সময় পুলিশের পিকআপ থেকে নেমে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা বাসচালক আমির হোসেনকে তার আসনে বসে থাকা অবস্থায় জানালা দিয়ে লাঠি দিয়ে আঘাত করেন। তিনি গাড়ির স্টার্ট বন্ধ করে নিচে নেমে এলে তাকে আবারও লাঠি দিয়ে পেটানো হয়।
এরপর তারা টেকেরহাট থেকে আসা বাসের সুপারভাইজার রেজাউল ও চালক ঝন্টু খানকে থাপ্পড় ও ঘুষি মারেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বাস টার্মিনাল থেকে সব লোকাল বাস চলাচল বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেন তারা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ঘটনাটি আমি শুনেছি। একটি গাড়িটি সিসিটিভিতে দেখা গেছে, গাড়িটি শনাক্তের বিষয়ে আমরা কাজ করছি। এরপর বলা যাবে, ওই গাড়িতে কে বা কারা ছিল।
সময় জার্নাল/এলআর