বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২
আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম (৪৫)। বুধবার ভোর রাতে কুষ্টিয়ার বড় বাজার এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম জানাযা ও বাদ জোহর কুষ্টিয়ার কুটিপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুম স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পৃথক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে তারা মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত ড. রেজাউলের জানাজার নামাজে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশ নেন। জানাযার নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম-খতিব ড. আ স ম শোয়াইব আহমদ। এরপর বাদ জোহর কুষ্টিয়ার কুটিপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
এমআই