বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২
স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টানা দুই হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় টাইগাররা। দল ব্যর্থ হলেও আসর শেষে প্রাপ্তির খাতাটা ফাঁকা থাকেনি অধিনায়ক সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষস্থান পুনোরুদ্ধার করলেন তিনি।
আইসিসির সবশেষ প্রকাশিত হালনাগাদ অনুযায়ী, আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব।
বর্তমানে ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন সাকিব। এর আগে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ অলরাউন্ডার ছিলেন নবী। তবে এশিয়া কাপের পারফরম্যান্সের বিচারে ৬টি রেটিং পয়েন্ট হারিয়েছেন আফগানিস্তান অধিনায়ক। অর্থাৎ, নতুন হিসেব অনুযায়ী সাকিবের চেয়ে ২ রেটিং পয়েন্টে পিছিয়ে নবী।
অলরাউন্ডার ক্যাটাগরিতে র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের মঈন আলী। তার রেটিং পয়েন্ট ২২১। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। চতুর্থ স্থানে থাকা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ১৮৪।
এক ধাপ পিছিয়ে গ্লেন ম্যাক্সওয়েল পাঁচে। অস্ট্রেলিয়ান তারকার রেটিং পয়েন্ট ১৮৩।
এমআই