এহসান রানা, ফরিদপুর : সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ফরিদপুরে দোকানপাট ও যাত্রীবাহী পরিবহনগুলো বন্ধ থাকলেও, চলছে ইজিবাইক ও অটোরিক্সা। জনসাধারণ চলাচল করছে অন্যদিনের মতোই।
ফরিদপুর শহরের বিভিন্ন এলাকার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ হতে বিশেষ নজরদারী লক্ষ করা গেলেও অটোরিক্স, ইজিবাইক আর মোটরসাইকেলগুলো নানা অজুহাতে চলাচল করছে। কাঁচা বাজারগুলো অন্যদিনের মতোই খুলেছে। বাজারগুলোতে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে করোনা বৃদ্ধি রোধে সরকার ঘোষিত লকডাউন জেলায় তেমন কাজে আসছে না।
অপরদিকে করোনার সচেনতা বৃুদ্ধিতে জেলার ৮১টি ইউনিয়ন পরিষদের ৮ শত গ্রাম পুলিশকে পোষক ও বাই সাইকেল প্রদান করা হয়। আজ দুপুরে জেলা প্রশাসক অতুল সরকার তার তার কার্যলয়ের সামনে এ সাইকেল প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
সময় জার্নাল/এমআই