সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক:
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪২ নম্বর মজিদবাড়ি মৌজার ১ একর ৩০ শতাংশ জায়গার ওপর ২০১৮ সালের মে মাসে পৌর বাস টার্মিনাল নির্মাণ শুরু করে মিজান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের বছর ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে চূড়ান্ত বিলও তুলে নেয়। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি আজও চালু হচ্ছে না। ফলে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই বাস টার্মিনালটি।
স্থানীয়রা বলছেন, কোটি কোটি টাকা করে এই টার্মিনাল নির্মাণ করা হলেও এখনও চালু হয়নি। দিনরাত মাদকসেবী ও বখাটেরা নেশা করে বলেও অভিযোগ তাদের।
পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। কিন্তু বাস টার্মিনালটি চালু না হওয়ায় মহাসড়কের ওপরেই যাত্রী ওঠানামা করানোতে ঝুঁকি বাড়ছে।
সব জটিলতা কাটিয়ে এক মাসের মধ্যে এটি চালুর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর কালকিনি পৌর মেয়র এসএম হানিফ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব টার্মিনাল যাতে চালু করতে পারি সে জন্য গাছগুলো যেন কেটে দেয়।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। দ্রুততম সময়ে সমাধান করে আমরা টার্মিনাল জনগণের জন্য খুলে দেয়ার ব্যবস্থা করব।
তৎকালীন মেয়র এনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি ৫৫ লাখ ব্যয়ে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়।
এস.এম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল