নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একের পর এক গুলিবর্ষণ ও মর্টার শেল ছুড়ছে মিয়ানমার। গত কয়েকদিনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া মর্টার শেলে এক রোহিঙ্গা যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বেলা ১১টা ২০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে সহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের মহাপরিচালক মো. নাজমুল হুদা রাষ্ট্রদূতকে তলব করেন। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
এমআই