তিতুমীর কলেজ প্রতিনিধি:
ছাত্র সংসদের সাবেক এজিএস আমজাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে রোববার দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়। আমজাদ হোসেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক যেসব নেতা ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদ পেয়েছেন তাদেরও সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে তিতুমীর কলেজ ছাত্র সংসদের সামনে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাছেক, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। সবাই আমজাদ হোসেনকে ফুল মালা পরিয়ে উষ্ণ অভিবাদন জানান।
সভায় বক্তারা বলেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের দায়িত্বে থাকা অবস্থায় আমজাদ হোসেন অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন। ওয়ান ইলেভেনের সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল তার ভূমিকা। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার মুক্তি আন্দোলনেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এজন্য আমজাদ হোসেন তিতুমীর কলেজ ছাত্রলীগ সবসময় গর্বের সঙ্গে স্মরণ রাখবে।
এমআই