সর্বশেষ সংবাদ
আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি: ‘ম্যালাদিন পর প্যাট (পেট) ভইরি ভাত খালাম। অভাবের জন্যি ভিক্ষে কইরি খাই, গোশ (মাংস) মাছ কিনার ট্যাকা জোটে না। আইজকে তোমাগের জন্যি দুপুর বেলা গোশত ভাত খাতি পারলাম। তোমাগের জন্যি মেলা দুআ করবো।’ চোখে-মুখে উচ্ছ্বাস আর প্রাণখোলা তৃপ্তির ছাপ নিয়ে এভাবেই অনুভূক্তি ব্যক্ত করছিলেন ষাটোর্ধ্ব ভিক্ষুক হাসান মিয়া। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এমন অসহায় দুঃস্থদের একবেলা আহার করিয়েছেন তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। কর্মসূচিটিতে শাখা সভাপতি এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ ও সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ নেতৃত্ব দেন। এসময় সংগঠনটির সহ-সভাপতি নুর মোহাম্মদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক খায়রুজ্জামান খান সানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়রা আন্জুম অন্তু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছা. মাহফুজা খাতুন লিমা ও সম্পাদকীয় পর্ষদ সদস্য রুখসানা খাতুন ইতিসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, আমরা সবসময়ই গতানুগতিক ধারায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকলেও এবারের উদযাপনটা ভিন্নভাবে করেছি। খাওয়ার পরে তাদের চোখেমুখে যে তৃপ্তির ছাপ দেখেছি এই অনুভূতি লাখ টাকা দিয়েও পাওয়া সম্ভব না। আমরা সমাজ পরিবর্তনে লেখালেখির পাশাপাশি অসহায় ও দুঃস্থদের জন্যও কাজ করার চেষ্টা করি। এস.এম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল