আজাহারুল ইসলাম, ইবি:
মুখে মাস্ক, হাতে গ্লাবস ও কাঁধে বস্তা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবর্জনা কুড়াচ্ছেন একদল ছেলে-মেয়ে। প্রথম দেখায় মনে হতেই পারে ওরা পরিচ্ছন্নকর্মী। কিন্ত তা নয়। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন তারুণ্যের সদস্য।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চার ঘন্টার অভিযানে
৯০ বস্তা বর্জ্য বস্তাবন্দী করেন তারা। সংগঠনটির সভাপতি আশিফা ইসরাত জুঁই ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সদস্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ কর্মসূচি পরিচালনা করেন। এসময় তারা ক্যাম্পাসের ডাস্টবিনের অভাববোধ করেন ও কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত স্থাপনের দাবি জানান।
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন তারুণ্যে
সংগঠন সদস্যরা জানান, ‘তারুণ্যে’র আশ্বাস, পরিচ্ছন্ন ক্যাম্পাস’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ মিনার চত্বর,
স্মৃতিসৌধ চত্বর, ডায়না চত্ত¡র, ঝাল চত্বর, বিভিন্ন অনুষদ ভবনের আশেপাশে, কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় মসজিদের আশপাশ, বিভিন্ন আবাসিক হল এলাকা জিয়া মোড়সহ ক্যাম্পাসের পুরো ক্যাম্পাসে পরিছন্নতা অভিযান চালিয়েছে তারুণ্য’র সদস্যরা। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি আশিফা ইসরাত জুঁই বলেন, আমরা ক্যাম্পাসকে দ্বিতীয় বাড়ি বলি অথচ বাড়ির যত্রতত্র বিভিন্ন আবর্জনা ফেলি। ক্যাম্পাসটা আমাদেরই। পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তবে ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নেই। ফলে ডাস্টবিনের পাশেও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এমআই