ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে প্রতিবেশী চাচাতো ভাই ফরহাদ হোসেন শাহ (৫৩) ও তার ছেলে থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আলীম জীবনকে (২১) মারপিটের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি জীবনকে অবশেষে শুক্রবার দুপুরে মৃত ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
যদিও জীবনের পরিবারের দাবি উপজেলা চেয়ারম্যানকে বাঁচাতে এই ধুম্রজাল সৃষ্টি করা হয়েছিল সে মঙ্গলবারেই মারা গেছে। তবে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে সাতটা পর্যন্ত তার লাশ বাড়ি এসে পৌছেনি। শনিবার সকাল ১১টায় স্থানীয় আমতলি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল নিহত সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের পরিবারকে সান্তনা দিতে গিয়ে বলেন, জীবন মঙ্গলবারই মারা গেছে। চেয়ারম্যান আসাদকে বাঁচাতে নাটক সাজিয়ে জীবনকে মৃত ঘোষণা না করে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রেখে দেয়া হয়েছিল।
এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান. এঘটনায় মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদেরও গ্রেফতার করা হবে।
সময় জার্নাল/এলআর