অনুপম মল্লিক আদিত্য:
হবিগঞ্জ জেলার বিতার্কিকদের সংগঠন "হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির" (এইচডিএস) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রীতি বিতর্ক ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ২৫ সেপ্টেম্বর ( রবিবার) স্থানীয় বাডস স্কুল প্রাঙ্গনে সংগঠনের বিতার্কিকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এরপর প্রীতি বিতর্ক আয়োজন করা হয়। এতে বিতর্ক করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির প্রাক্তন ও বর্তমান বিতার্কিকগণ। প্রীতি বিতর্কে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি "ইরতিজা তালুকদার দোহা"
আলোচনা সভায় হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির বর্তমান ও সাবেক বিতার্কিকগণ বিতর্ক নিয়ে নিজেদের অনুভুতি তুলে ধরেন।
হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক আজমাইন আনান বলেন, "নানা চড়াই উতরাই পেরিয়ে আজ আমরা ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। হবিগঞ্জে বিতর্ক অঙ্গন আজ অনেকটাই সুসংগঠিত। আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি আজ। এ যাত্রায় সঙ্গী প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা।"
হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি ইরতিজা দোহা বলেন, "হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি" আমাদের কাছে এক আবেগের নাম। হবিগঞ্জ জেলার সকল বিতার্কিকদের একত্রিতকরণ ও বিতার্কিকদের বিতর্ক দক্ষতা উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হাত ধরে বেরিয়ে এসেছে এক ঝাক নবীন বিতার্কিক। আশা করি সামনেও আমরা ভালোভাবে কাজ করে যেতে পারবো। "
জানা যায়, হবিগঞ্জের বিতার্কিকদের মানোয়ন্নন ও দক্ষতা বৃদ্ধিতে এবং হবিগঞ্জ জেলার বিতার্কিকদের বিতর্কে সর্বাত্মক সহযোগিতা করার উদ্দ্যেশ্যে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর আত্নপ্রকাশ করে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি (এইচডিএস)। ইতিমধ্যে সংগঠনটি একাধিক অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও একটি জাতীয় স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে।