মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।
সোমবার ২৬ সেপ্টেম্বর বরগুনা জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান নির্বাচনে চেয়ারম্যান পদে আর কেউ অংশ না নেয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর কবীরকে বিজয়ী গোষনা করেন করেন।
উল্লেখ্য, আলহাজ মো. জাহাঙ্গীর কবীর বর্তমানে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরগুনা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি। তিনি সদ্য বিদায়ী জেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের আগে জেলা পরিষদের প্রশাসকও ছিলেন।
সময় জার্নাল/এলআর