শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে দোকান খোলা রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১
জামালপুরে দোকান খোলা রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে সরকারি নির্দেশ না মেনে নির্ধারিত দোকান খোলা রাখায় ২ দোকানিকে ৩ হাজার টাকা
জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিজুড়ি বাজার ও জোনাইল বাজারে এই অভিযান পরিচালিত হয়। বালিজুড়ি বাজারে বৈশাখী
গিফট কর্ণার কে ২ হাজার ও জোনাইল বাজারের জনি জুয়েলার্সকে ১ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তারের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা সরকারি বিধি অমান্য করবেন, তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল