এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনিক চত্ত¡র র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
শিশু সুরক্ষায় সমজকর্মীর গুরুত্ব আলোচ্য বিষয়ের ওপর স্বাগত বক্তাব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকনসহ বিভিন্ন ভাতাভোগীরা।
সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরিদের মাদকাসক্ত থেকে রক্ষা করা, ধর্ষিতদের আইনের সহায়তা প্রদানে ভুমিকা রাখা ১০৯৮ নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর অনুরোধ জানান।
সময় জার্নাল/এলআর