শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় রাজু হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার সকালে ওই উপজেলা মিলনবাজার এলাকায় বুড়িমারী- লালমনিরহাট আঞ্চলিক মহা সড়কে এ দূঘর্টনা ঘটে।
রাজু হোসেন বড়খাতা এলাকার ইছাহাক আলীর পুত্র বলে জানা গেছে। এ সময় ট্রাকের চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, রাজু হোসেন অটোযোগে হাতীবান্ধা শহরে আসছিলো। ওই এলাকায় বুড়িমারী স্থলবন্দর গামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অটোর অন্যযাত্রীরা আহত হয়।
এ সময় ট্রাকসহ ট্রাকের চালক সাইফুল ইসলামকেও আটক করেন স্থানীয় লোকজন।
এন টি