নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি গাজীপুর থেকে শুরু হয়ে রাজধানীর বনানী এসে ঠেকেছে। আজ সকাল থেকেই এই যানজটের শুরু। দুপুর গড়িয়ে গেলেও গাড়ির জট কমেনি। এতে অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। সকালে বৃষ্টি হওয়ায় টঙ্গী এলাকার রাস্তার খানাখন্দ ও গর্তে পানি জমে যায়। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয়, যানজট লেগে যায়। যানজটের কারণে বিমানবন্দর এলাকায় থেকে দীর্ঘ ৩-৪ ঘণ্টায়ও রাজধানীতে পৌঁছতে পারেননি। দুপুর থেকে টঙ্গী-উত্তরার বিভিন্ন স্পটে মোটর বসিয়ে গর্তের পানি সরানোর উদ্যোগ নেয় ট্রাফিক পুলিশ।
জানা গেছে, রোববার সকাল থেকেই বিমানবন্দর সড়কে সড়কে পানি জমায় যান চলাচল প্রায় থমকে ছিল। ঢাকার ভেতরে প্রবেশ এবং বের হওয়ার দুই পথেই ছিল তীব্র যানজট।
সেইসঙ্গে সড়কের মোড়গুলোতে ছিল কাজে বের হওয়া মানুষের ভিড়। এ কারণে ফুটপাথ দিয়ে হাঁটাও দায় হয়ে পড়ে। কাজে বের হওয়া মানুষ যানজটের কারণে বাসে না উঠে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
ঢাকা মহানগর উত্তরা ট্রাফিক পুলিশ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে এমনিতেই মহাসড়ক এখন অনেক সরু। এর মধ্যে বৃষ্টির পানি রাস্তায় জমে যায়। পানি জমে থাকায় চালকেরা খানাখন্দ ও গর্ত বুঝতে পারেনি। এই পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে যাওয়ার পথে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেচযন্ত্র দিয়ে পানি সেচে অপসারণ করা হয়েছে। এখন যানবাহন চলতে পারছে। যানজটের সারি বিমানবন্দর থেকে নিকুঞ্জ এলাকা পর্যন্ত রয়েছে বলেন তিনি।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার থেকে বিমানবন্দর এবং রাজধানীর বনানী থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত তীব্র যানজট রয়েছে। ঢাকায় ঢোকার মুখে আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যানজট আছে।
এমআই