খালেদ হোসেন টাপু, রামুঃ
বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামু উপজেলার ৩৫ টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় রামু উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, রামু প্রেস ক্লাব সভাপতি ও যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসানো উৎসব উদযাপন পরিষদের সভাপতি, এটিএন নিউজ কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা, প্রধান শিক্ষক সুমন বড়ুয়া তাতু।
পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলবাণী পাঠ ও কক্সবাজার জেলা বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সীপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় এ বছর (২০২২ সালে) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামুর বৌদ্ধদের জন্য উপহার হিসেবে ১৮ মে.টন চাল বরাদ্ধ দেন। সেখান থেকে ১ টন রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসানো উৎসব উদযাপন পরিষদ এবং ১৭ টন প্রতি বিহারে ৪৮৫ কেজি (১৭৯০০/-) করে মোট ৩৫টি বৌদ্ধ বিহারে বিতরণ করা হয়।
এমআই