দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর নব নিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের অরাজকতা ও নাশকতা প্রশ্রয় দেয়া হবে না। দেশপ্রেম ধারণ করে র্যাবের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় আত্মনিয়োগ করবে।
রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন
র্যাবের সংস্কার নিয়ে মহাপরিচালক বলেন, সংস্কার করাটা এটা র্যাবের বিষয় নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি সরকার মোকাবিলা করেছে। র্যাবের কাছে সে সব প্রশ্ন করা হয়েছিল, তার যথাযথ জবাব দেয়া হয়েছে।
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব প্রধান খুরশীদ হোসেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি।
এ সময় র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন (সি) পিপিএম (বার), অতিরিক্ত মহা পরিচালক (এডিজি, অপারেশন) কর্নেল মোঃ কামরুল হাসান পিপিএম, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম সেবা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই