আজাহারুল ইসলাম, ইবি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আওতাধীন ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ১০০ নম্বরের মধ্যে ১৪.৩৯ স্কোর ৪৫ তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গত বছর ৩.২৫ পেয়ে ৩২ তম অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি। তবে এবছর মোট স্কোর ১১.১৪ বাড়লেও অবস্থানের দিক থেকে ১৩ ধাপ পিছিয়েছে। সোমবার ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কৌশলগত উদ্দেশ্যসমূহে ৭০ নম্বরের মধ্যে ৩.৩৩, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০ নম্বরের মধ্যে ৪.২, ই-গভর্নেন্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০ নম্বরের মধ্যে এক, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪ নম্বরের মধ্যে ২.০৮ সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ নম্বরের মধ্যে ২.৫৮ ও তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ নম্বরের মধ্যে ১.২০ পেয়ে মোট ১০০ নম্বরের ১৪.৩৯ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এ বছর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (৯৯.৪৭), ঢাকা বিশ্ববিদ্যালয় (৯৮.৪৮) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৯৩.৭৫)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এক সময় স্কোর একেবারে নিচের দিকে ছিল। সে তুলনায় এবার বেড়েছে। ফোকাল পয়েন্ট পরিবর্তন হওয়ার কারণে কিছু বিষয় সমন্বয় করতে দুই/তিন মাসের মত গ্যাপ হয়েছিল। কিছু পয়েন্টে যতগুলো মিটিং করার কথা ততগুলো হয়নি। প্রশাসনিক বিভিন্ন পদেও পরিবর্তনের হয়েছে। এছাড়া অনেক সময় কাজ হলেও ডকুমেন্ট সংরক্ষণ ও পাঠানো হয় না। এসব কারণেই পয়েন্ট উঠানামা করে। পরবর্তীতে আমরা আরো এলার্ট থাকবো।
এমআই