ইসাহাক আলী, নাটোরঃ
নাটোরে দূর্গা পূজা মন্দিরে পূজারত অবস্থায় স্ট্রোক করে এক পুরোহিত ও দায়িত্বরত অবস্থায় এক আনসার সদস্য স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে জেলার ৩৮৯টি মন্দিরে দশমীর দিনে নানা পূজার্চনার মধ্যদিয়ে বিসর্জনের দিনটি পালন করে সনাতন ধর্মালম্বীরা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মন্দির কমিটির নেতারা জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে নাটোর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের তেবাড়িয়া পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী পূজার দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখান থেকে দ্রুত নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে জেলার নলডাঙ্গার আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য আলাউদ্দিন মৃধা কর্তব্যরত অবস্থায় গতরাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যাথা নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ১১ টার দিকে মারা যান। মৃত পুরোহিত বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ চক্রবর্তী শহরের বড়হরিশপুর এলাকার রমোনিকান্ত চক্রবর্তীর ছেলে। এদিকে মৃত আলাউদ্দিন নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ্য হলে তাকে পুলিশের গাড়িতেই হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নানা আনুষ্ঠানিকতা ও পূজার্চনার মধ্যদিয়ে পালিম হচ্ছে দশমী পূজা। এতে সিদূরখেলায় মাতেন পূজারীরা। বিকাল থেকেই শুরু হবে বিসর্জন পর্ব।
এমআই